দুর্গা পূজা উপলক্ষে কানাইঘাট থানা পুলিশের প্রস্তুতি সভা

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২১

দুর্গা পূজা উপলক্ষে কানাইঘাট থানা পুলিশের প্রস্তুতি সভা

কানাইঘাট প্রতিনিধি : শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দকে নিয়ে সিলেটের কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক প্রস্তুতি সভা শনিবার (০২ অক্টোবর) বিকেল ৩টায় থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

 

থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম এর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) জাহিদুল হকের পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম বলেন, দূর্গা পূজাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সব ধরণে প্রস্তুতি ইতিমধ্যে থানা পুলিশ নিয়ে রেখেছে। উপজেলার প্রতিটি মন্ডপে পুলিশের পাশাপাশি আনসার বিডিপির সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। দুষ্কৃতিকারীরা যাতে করে পূজা মন্ডপে বিশৃঙ্খলা ও প্রতিমার ক্ষতি সাধন করে ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে না পারে এজন্য প্রতিটি মন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দকে সার্বক্ষণিক নজরদারী রাখার জন্য তিনি আহবান জানান।

 

প্রস্তুতি সভায় কানাইঘাট উপজেলার ৩৩টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা ধর্মীয় ভাবগম্ভীর ও উৎসব মুখর শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন মতামত তুলে ধরে সভায় বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারগুসন নানকা, সাধারণ সম্পাদক শ্রী রিংকু চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্রশিল্পী ভানু লাল দাস, সাধারণ সম্পাদক ভজন লাল দাস, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ঐক্য পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি দুর্গা কুমার দাস, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মাষ্টার সলিল চন্দ্র দাস, পৌর ঐক্য পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস, উপজেলা ঐক্য পরিষদের সহসভাপতি বিকাশ চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র দাস, মিলন কান্তি দাস, উপজেলা ছাত্রযুব ঐক্য পরিষদের সভাপতি বিধান চৌধুরী সহ বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।

 

দুর্গা পূজার প্রস্তুতি সভায় উপজেলা পূজা উদযাপন ও ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন মন্ডপের সদস্যরা বলেন, কানাইঘাটে যুগযুগ ধরে ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গা হয়ে আসছে। এবছরও শান্তিপূর্ণ ভাবে সকলের সহযোগিতায় পূজা উদযাপন হবে।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com