নির্বাচনী সহিংসতায় আরও দু’জনের মৃত্যু

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২

নির্বাচনী সহিংসতায় আরও দু’জনের মৃত্যু

সুরমা মেইল ডেস্ক :
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনী সহিংসতায় চাঁদপুরে দু’জন নিহত হয়েছেন। এরমধ্যে একজন কচুয়ার ও একজন হাইমচরের। জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ বুধবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, কচুয়ার সাচার এলাকায় নিহত যুবকের নাম শরীফ হোসেন। তার বাবার নাম শহীদ উল্লাহ। দুই ইউপি সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষ দেখা দিলে ছুরিকাঘাতের শিকার হন তিনি। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় শরীফের।

 

আরেক ঘটনায় হাইমচরের নীলকমল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাহেরচরে বিকেল সাড়ে ৩টায় দুই চেয়ারম্যান প্রার্থী-সমর্থকদের সংঘর্ষে ছুরিকাঘাতে আরেকজন মারা গেছেন। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। তিনি পার্শ্ববর্তী শরীয়তপুরের বাসিন্দা বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

 

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোল্লা বলেন, নীলকমল ইউনিয়নে একজন মারা গেছেন। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। তদন্তে কাজ করছে পুলিশ।

 

উল্লেখ্য, একইদিন ইউপি নির্বাচন চলাকালে নির্বাচনী সহিংসতায় চট্টগ্রাম ও মানিকগঞ্জে এক নারী ও এক যুবকের মৃত্যু হয়েছে।


 

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com