বেড়েছে গড় আয়ু-মাথাপিছু আয়, কমেছে দারিদ্র্য

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, জুন ৩, ২০২১

বেড়েছে গড় আয়ু-মাথাপিছু আয়, কমেছে দারিদ্র্য

সুরমা মেইল ডেস্ক : দেশের মানুষের গড় আয়ু, মাথাপিছু আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। এছাড়া কমেছে দারিদ্র্য। বৃহস্পতিবার (০৩ মে) জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপনের সময় এসব তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

 

প্রস্তাবিত বাজেটের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মানুষের গড় আয়ু ৭২ দশমিক ৬ বছর। ২০০৫-২০০৬ অর্থবছরে গড় আয়ু ছিল ৬৫ দশমিক ৪ বছর।

 

দেশে মাথাপিছু আয় বর্তমানে ২ হাজার ২২৭ মার্কিন ডলার। যা ২০১৯-২০ অর্থবছরে ছিল ২ হাজার ৬৪ মার্কিন ডলার। ২০০৫-২০০৬ অর্থবছরে এ আয় ছিল ৫৪৩ মার্কিন ডলার।

 

১৫ বছরে দারিদ্র্যের হারও অর্ধেক হয়েছে। ২০০৫-২০০৬ অর্থবছরে দারিদ্র্যের হার ছিল ৪১ দশমিক ৫ শতাংশ। যা বর্তমানে নেমে এসেছে ২০ দশমিক ৫ শতাংশে।

 

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। ২০০৫-২০০৬ অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল শূন্য দশমিক ৭৪৪ বিলিয়ন মার্কিন ডলার।

 

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com