মামলা করতে আদালতে জেমস, থানায় যাওয়ার পরামর্শ

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১

মামলা করতে আদালতে জেমস, থানায় যাওয়ার পরামর্শ

সুরমা মেইল ডেস্ক : একটি টেলিযোগাযোগ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে গান কপিরাইটের অভিযোগে ঢাকার নিম্ন আদালতে মামলার আবেদন করেছেন খ্যাতনামা সঙ্গীতশিল্পী মাহফুজ আনাম জেমস।

 

রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলার আবেদন করেন। বেলা ১১টার দিকে আদালতে জেমসের আইনজীবী তাপস কুমার এ মামলার আবেদন করেন।

 

এসময় জেমস নিজেও সরাসরি উপস্থিত ছিলেন। এরপর আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে থানায় যাওয়ার নির্দেশ দেন জেমসকে। দুপুর ২টা নাগাদ আদালত থেকে বেরিয়ে নিজ বাসায় ফেরেন জেমস। তবে থানায় গিয়েছিলেন কিনা জানা যায়নি।

 

জানা গেছে, জেমসের অসংখ্য গান এখনও বিভিন্ন প্রতিষ্ঠান বিনা অনুমতিতে বাণিজ্যিক ব্যবহার করে আসছে। এসব বিষয়ে কোনও সুরাহা না পেয়েই এবার আইনের আশ্রয় নিচ্ছেন জেমস।

 

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল বলেন, জেমস আদালতে একটি টেলিযোগাযোগ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে আসেন। বিচারক গুলশান থানায় গিয়ে মামলার পরামর্শ দেন। এছাড়া থানায় যদি মামলা না নেয়, তাহলে আদালতে এসে মামলার আবেদন করতে বলেন।

 

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com