মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার প্রধান জামাল কারাগারে

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২১

মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার প্রধান জামাল কারাগারে

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে পুরুষহীন মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার ঘটনার প্রধান আসামী ট্রাক চালক জামাল আহমদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালত ও আমল গ্রহণকারী ৬নং আদালতে আত্মসমর্পন করতে গেলে বিজ্ঞ বিচারক অঞ্জনকান্তি দাস তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

 

আদালত সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মৃত আশরাফ আলীর জমি জবর দখলের উদ্দেশ্য পরিবারের স্ত্রী ও দুই মেয়ের উপর হামলা চালায় জামাল আহমদ ও তার বাহিনী। হামলা পুরুষহীন পরিবারের বৃদ্ধ মা ও দুই মেয়ে আহত হন।

 

ট্রাক চালক জামাল আটকের ঘটনায় জৈন্তাপুর উপজেলার সকল মুক্তিযোদ্ধা পরিবারসহ এলাকাবাসী জানান, দীর্ঘদিন থেকে জামাল মুক্তিযোদ্ধা পরিবারের জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে। এনিয়ে পূর্বে একটি মামলায় আদালতে লিখিত দিয়ে সে অব্যাহতি পায়। মুক্তি পাওয়ার পর পুনরায় এ মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা করে। হামলাকারী ট্রাক চালক মো. জামাল আহমদের কঠিন ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান তারা।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com