সাইবার ট্রাইব্যুনালেও সাংবাদিক ফজলে এলাহীর জামিন মঞ্জুর

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জুন ১৪, ২০২২

সাইবার ট্রাইব্যুনালেও সাংবাদিক ফজলে এলাহীর জামিন মঞ্জুর

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির আদালতের পর দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সাংবাদিক ফজলে এলাহীর জামিন মঞ্জুর করেছেন চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালত।

 

মঙ্গলবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ জামিন আবেদন মঞ্জুর করেন।

 

ফজলে এলাহীর আইনজীবী এডভোকেট শুভাশিস শর্মা, শোয়েম মাহমুদ, নজরুল ইসলাম ও মোঃ ফজলে আজিম শাওন জানান, আমরা সাংবাদিক ফজলে এলাহীর জন্য সাইবার ট্রাইব্যুনাল আদালতে জামিন আবেদন করি। বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে সন্তুষ্ট হয়ে জামিন আবেদন মঞ্জুর করেছেন। আমরা আদালতের সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

 

এর আগে গত মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতার করে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ। এর পরদিন বুধবার (৮ জুন) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে সাত দিনের মর্ধ্যে উপস্থিত হওয়ার শর্তে অন্তঃবর্তী জামিন মঞ্জুর করেছেন রাঙামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেম বেগম মুক্তার আদালত।

 

চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতে করা এই মামলার দাবি জেলা মহিলা আওয়ামী সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর কন্যা নাজনীন আনোয়ার।

 

ফজলে এলাহীর দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ছাড়াও বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি, দৈনিক কালেরকন্ঠ, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম, দ্য বিজিনেস স্ট্যাডার্ড পত্রিকার রাঙামাটি প্রতিনিধি।


সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com