সাব-রেজিস্ট্রার হত্যা: ৪ জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২১

সাব-রেজিস্ট্রার হত্যা: ৪ জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

সুরমা মেইল ডেস্ক : কুষ্টিয়া সদর উপজেলা সাব রেজিস্ট্রার নূর মোহম্মদ শাহ হত্যা মামলায় চারজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা মাঠপাড়া এলাকার আলী শেখের ছেলে নিহত নূর মোহাম্মদের পিয়ন ফারুক হোসেন, কুমারখালী উপজেলার গাট্টিয়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে রেজিস্ট্রি অফিসের নকল নবিশ সাইদুল ইসলাম, কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেট এলাকার গোলাম কিবরিয়ার ছেলে মিরপুর সাব রেজিস্ট্রি অফিসের পিয়ন কামাল শেখ ও কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে মশিউল আলম।

 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মনোয়ার হোসেন ডাবলু কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৮ অক্টোবর রাতে নিজ বাসায় কুষ্টিয়া সদর উপজেলা সাব রেজিস্ট্রার নূর মোহম্মদ শাহকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা করে আসামিরা। এ ঘটনায় পরদিন দুপুরে অজ্ঞাতদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন নিহতের ছোট ভাই কামরুজ্জামান।

 

পরে তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এরপর সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেয় আদালত। রায় ঘোষণার পর পরই দণ্ডিতদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

 

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নূর মোহাম্মদের স্বজনরা। আদালতে উপস্থিত স্বজনরা বলেন, নূর মোহাম্মদকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। মামলার কার্যক্রম শেষে প্রায় তিন বছর পর চারজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ রায়ে আমরা খুবই খুশি।

 

নূর মোহাম্মদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তিনি কুষ্টিয়া শহরের বাবর আলী রেলগেট এলাকায় বিসি স্ট্রিট সড়কের হানিফ আলীর বাড়ির তিনতলার একটি ফ্ল্যাটে একাই ভাড়া থাকতেন।

 

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com