সিলেটের ৪৪ ইউপির ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২১

সিলেটের ৪৪ ইউপির ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

সুরমা মেইল ডেস্ক : সিলেট বিভাগের ৪৪টি ইউনিয়নে ভোট উৎসব সম্পন্ন হয়েছে। দু’একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এ নির্বাচনে বিএনপি দলীয় প্রতীকে অংশগ্রহণ না করলেও অনেকেই দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে রয়েছেন।

 

দ্বিতীয় ধাপে সিলেট জেলার সদর উপজেলার ৪টি, বালাগঞ্জের ৬টি, কোম্পানীগঞ্জের ৫টি, সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০টি, দোয়ারাবাজারের ৯টি, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের ৫টি এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন : নির্বাচনী সহিংসতায় নিহত ৪


সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফুর রহমান বলেন, প্রতিটি কেন্দ্রে আনসার সদস্য ছাড়াও ৫ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রতি তিন কেন্দ্রে একটি মোবাইল টিম দায়িত্ব পালন করেছে। সবমিলিয়ে সিলেট জেলায় ১ হাজার ১৫০ পুলিশ সদস্য মাঠে ছিলেন।

 

এদিকে, কঠোর নিরাপত্তার মধ্যেও সিলেট সদর উপজেলার লামাগাঁও তালুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের ৩জন আহত হয়েছেন। সংঘর্ষের ওই কেন্দ্রে প্রায় আধঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।

 

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রের দুই প্রার্থীর এজেন্টের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে আতংকে মহিলা ও পুরুষ ভোটার লাইন ছেঁড়ে দিকবিদিক ছুটাছুটি শুরু করেন।

 

খবর পেয়ে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

 

সিলেটের আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৪৪টি ইউপির মধ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই ইউপিতে ৯টি ভোটকেন্দ্র রয়েছে। সবকটি কেন্দ্রেই ইভিএম ব্যবহার হবে। সিলেট বিভাগের ৪৪টি ইউনিয়নে ভোট কেন্দ্র রয়েছে ৪৩১টি। মোট ভোটার রয়েছেন ৭ লাখ ৭০ হাজার।

 

আঞ্চলিক নির্বাচন অফিস আরও জানায়, দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের ৪৪ ইউপিতে ২ হাজার ৩শ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৯৮ জন, সাধারণ সদস্য পদে ১৬২০ ও সংরক্ষিত মহিলা পদে ৪৮২ জন।

 

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সিলেট জেলায় ৬৮জন, হবিগঞ্জে ১৬ জন, সুনামগঞ্জে ৯৩ জন ও মৌলভীবাজারে ২১ জন। সাধারণ সদস্য পদে সিলেট জেলায় ৫২০জন, হবিগঞ্জে ৭২৪ জন, সুনামগঞ্জে ১৭৪ জন ও মৌলভীবাজারে ২০২ জন। তাছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে সিলেটে ১৫৭ জন, হবিগঞ্জে ৬০জন, সুনামগঞ্জে ২১৩ জন, মৌলভীবাজারে ৫২জন।


সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com