সিলেটে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৯১

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, মে ৪, ২০২১

সিলেটে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৯১

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫৮ জনে।

 

আর একই সময়ে করোনায় শনাক্ত হয়েছেন আরও ৯১ জন। এ পর্যন্ত বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৭৩ জন।

 

মঙ্গলবার (০৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৯১ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৫৬ জন, সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ১০ জন, মৌলভীবাজারে ১০জন ও সিলেট ওসমানী মেডিক্যালে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়।

 

নতুন এই ৯১ জনসহ সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৭৩ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪২১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৪১ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৮২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩২৯ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

 

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫০ জন। এরমধ্যে সিলেটের ১১১, হবিগঞ্জের ১০ জন, মৌলভীবাজারের ১৩ জন, সুনামগঞ্জের ১৬ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৯৫৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১২ হাজার ৯০১ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬৩৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৩০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৮১ জন সুস্থ হয়েছেন।

 

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন করোনা আক্রান্ত রোগী। সবমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১১ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৯৬ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ১০ জন।

 

করোনায় মারা যাওয়া ৩৫৮ জনের মধ্যে সিলেট জেলার ২৮৫ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৮ জন রয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com