সিলেট সিটিতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে প্রায় ৬২ হাজার শিশু

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২১

সিলেট সিটিতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে প্রায় ৬২ হাজার শিশু

নিজস্ব প্রতিবেদক :
সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক) আগামী ১১ ডিসেম্বর শুরু হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডে এই সময়ে খাওয়ানো হবে ‘এ’ প্লাস ক্যাপসুল।

 

স্বাস্থ্যবিধি মেনে এ বছর সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের ৫ লাখ ৮১ হাজার ৪৯৩ জনসংখ্যার মধ্যে ৬১ হাজার ৮২৭ শিশুকে ২৪৭টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

 

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সকালে নগর ভবনে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে  মতবিনিময় সভায় সিসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এ তথ্য জানান।

 

জানা যায়, এ বছর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ৩৭৬ জন স্বাভাবিক ও ২০ জন প্রতিবন্ধী শিশুদের ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৫ হাজার ৩৩৮ জন স্বাভাবিক শিশু ও এই বয়সের ৯৩জন প্রতিবন্ধী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com